নিজস্ব প্রতিনিধি,
মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার শহরস্থ প্রেসবিটারিয়ান চার্জে যিশু খ্রিষ্টের জন্মদিন বড়দিন উদযাপিত হয়। এতে অর্ধ শতাধিক যিশু ভক্তরা উপস্থিত ছিলেন।
খ্রিষ্টান কমিউনিটির উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সকাল থেকেই নতুন জামাকাপড় পড়ে গির্জাগুলোতে ভিড় করেন খ্রিষ্টান ধর্মালম্বীরা। বড়দের পাশাপাশি শিশুরাও মেতে উঠে উচ্ছ্বাসে। সকাল সাড়ে ১০টায় সিলেটের প্রেসবিটারিয়ান চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা শেষে গান পরিবেশন করা হয়। এদিকে বড়দিন ঘিরে দিনব্যাপী রয়েছে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
যিশুখ্রিস্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন।