সিলেট প্রতিনিধি,
সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্যজাফলং ইউপির জাফলং চা বাগানে গরু চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে গরু চুরির অভিযোগে গণপিটুনি দিয়ে হেলাল মিয়া (৩২) নামে ঐ যুবককে হত্যা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাটের মধ্যজাফলং চা বাগানে গরু চুরির অভিযোগে ইসলামপুর গাংপার গ্রামের মনির মিয়ার ছেলে মোশাররফ হোসেন, আমির উদ্দিন, একই গ্রামের আব্দুল খালিকের ছেলে সালাম ও তাদের সহযোগিরা গরু চুরির অভিযোগ তুলে হেলালকে ধরে নিয়ে যান।
পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেন এবং চুনা মিশ্রিত পানি পান করান। একপর্যায় হেলান অজ্ঞান হয়ে পড়লে তাকে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায় বলে জানা যায়।