সিলেট প্রতিনিধি,
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জাফলং ইউনিয়নের নয়াবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, জেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শাহপরাণ ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ শাহ আলম স্বপনের মধ্যে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের জায়গা দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উভয় পক্ষের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।