কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট থানায় দায়েরকৃত একটি মামলার চার্জশীট থেকে নাম বাদ দেওয়ার কথা বলে অনুমান চার মাস পূর্বে ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় আওয়ামীলীগ নেতা কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউ/পির ৪নং ওয়ার্ডের বর্তমান ইউ/পি সদস্য মজির উদ্দীনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত কাল মঙ্গলবার স্থানীয় দনা রাতাছড়া গ্রামের মৃত বাশারত আলীর ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুন নূর বাদী হয়ে ইউ/পি সদস্য মজির উদ্দীনের বিরুদ্ধে থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে আব্দুন নূর উল্লেখ করেছেন, তিনি একজন নিরীহ লোক তার এক ছেলেকে একটি মামলায় অন্যায় ভাবে আসামী করা হলে আওয়ামীলীগ নেতা মজির উদ্দীন আব্দুন নূর কে বলেন তার দলীয় দাপট রয়েছে,পুলিশের সাথে ভালো সর্ম্পক আছে তার আমার ছেলে বিলাল উদ্দীনকে থানা পুলিশের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি করে দিবে বলে জানায়। পরে আলাপ আলোচনার মাধ্যমে ১১/০৭/২০২৩ইং তারিখ বিকেল ৩ টায় লক্ষিপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের কার্যালয় বর্তমান ইউ/পি সদস্য ফখরুল সহ আরো কয়েক জনের উপস্থিতিতে ইউ/পি সদস্য মজির উদ্দীন কে নগদ ৬০ হাজার টাকা প্রদান করেন আব্দুন নূর।
কিন্তু টাকা নেওয়ার পর মজির উদ্দীন কথামত আব্দুন নূর এর ছেলে বিলাল উদ্দীন কে মামলা থেকে অব্যহতি করে দিতে না পারলে অব্দুন নূর তার পাওনা ৬০ হাজার টাকা ইউ/পি সদস্য মজির উদ্দীনের কাছে ফেরত চাইলে সে নানা ঢাল বাহানা করতে থাকে। নিরীহ আব্দুন নূর তার ৬০ হাজার টাকা আত্মস¦াৎ বিষয়টি স্থানীয় চেয়ারম্যান তমিজ উদ্দীন সহ পরিষদের সদস্যদের কাছে বিচার প্রার্থী হওয়ার পরও আওয়ামীলীগ নেতা মজির উদ্দীন তার কাছ থেকে ছেলেকে মামলা থেকে অব্যহতি করার নাম করে ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার কোন প্রতিকার পাননি।
সর্বশেষ গত ১৯ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় নিরীহ আব্দুন নূর স্থানীয় মমতাজগঞ্জ বাজারে মজির উদ্দীনের কাছে তার টাকা ফেরত চাহিলে মজির উদ্দীন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকী দিয়ে বলে আর টাকা তার কাছে চাহিলে পরিণিতি খুব খারাপ হবে। ৬০ টাকা আত্মস্বাৎ ও প্রাননাশের হুমকী দেওয়ায় প্রতিকার চেয়ে নিরীহ আব্দুন নূর কানাইঘাট থানায় সমূহ অভিযোগ এনে ইউ/পি সদস্য মজির উদ্দীনের বিরুদ্ধে এ দরখাস্ত মামলা দায়ের করেন। অভিযোগের ব্যপারে ইউ/পি সদস্য মজির উদ্দনের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্দ পাওয়া যায়।