স্পোর্টস ডেস্ক,
আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১তম আসরের মাঠের লড়াই। তবে ৩০ তারিখ শুরু হলেও এখন থেকেই বিপিএল ঘিরে শুরু হয়েছে উন্মাদনা। বিপিএলের এই উন্মাদনাকে উৎসবে রূপ দিতে এবং তারুণ্যের রঙে রাঙাতে চলছে মিউজিক ফেস্ট।
এরই মিধ্যে ঢাকা পর্ব মাতিয়েছেন বিখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। এবার পালা সিলেট পর্বের। আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে সিলেট পর্বের মিউজিক ফেস্ট।
সিলেট বসতে যাওয়া মিউজিক ফেস্টে গাইবেন নগর বাউল খ্যাত জেমস। তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর। পারফর্ম করবেন মুজা ও সঞ্জয়। তবে জেফারের বদলে সিলেট মাতাবেন তোশিবা। বিশেষ সেই মিউজিক ফেস্টের টিকিটমূল্য জানিয়েছে বিসিবি।
সিলেট পর্বের মিউজিক ফেস্ট মাঠে বসে দেখা যাবে সর্বনিম্ন ৫০০ টাকায়। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মিউজিক ফেস্ট। সর্বোচ্চ ৪ হাজার টাকায় মিলবে প্লাটিনাম ক্যাটাগরির টিকিট। সিলভার ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে দেড় হাজার টাকায়। আর ৫০০ টকার টিইটে অনুষ্ঠান উপভোগ করা যাবে গ্যালারি থেকে।
অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। এছাড়া সরাসরি সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকেও টিকিট কেনা যাবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও এই কনসার্টের টিকিট পাওয়া যাবে। কনসার্টের গেট দুপুর ২টায় খোলা হবে। গেট বন্ধ হবে বিকেল ৫টায়।