Saturday, April 12, 2025
Homeখেলাধুলাক্রিকেটবিপিএলে বিতর্ক এড়াতে ব্যর্থ বিসিবি, যা বলছে ক্রিকেটভক্তরা

বিপিএলে বিতর্ক এড়াতে ব্যর্থ বিসিবি, যা বলছে ক্রিকেটভক্তরা

স্পোর্টস ডেস্ক,

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। ২০১২ সালে যাত্রা শুরু হয় এই টুর্নামেন্টটির। শুরু কয়েকটি আসর দর্শকদের নজর কাড়লেও, সময় যত গড়িয়েছ বিপিএলের আরেক নাম ‘বিতর্ক’ হয়ে উঠেছে। টুর্নামেন্টটিকে আরও ওপরে নেওয়ার সুযোগ থাকলেও সঠিক ব্যবস্থা গ্রহণ করেননি সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

 

তাই নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সামনে চ্যালেঞ্জ ছিল বিপিএলের বিতর্ক এড়ানোর। দায়িত্ব নিয়েই সেই চ্যালেঞ্জ গ্রহণও করেছিলেন তিনি। বিপিএলের ১১তম আসরকে নতুনভাবে সাজাতে বেশ কয়েকটি পদক্ষেপও নিয়েছেন। তার মধ্যে রয়েছে মাসকাট উন্মোচন, থিম সং, ট্রফি ভ্রমণ এবং মিউজিট ফেস্ট।

 

তবে শেষ মুহূর্তে এসে বিতর্ক এড়াতে ব্যর্থ হয়েছে ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড। সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরে অনুষ্ঠিত হয়েছিল বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে পারফরম্যান্স করেছে দেশ-বিদেশের এক ঝাঁক তারকা সংগীত শিল্পীরা। তবে সবার নজর ছিল পাকিস্তান ও উপমহাদেশের বিখ্যাত শিল্পী রাফাত ফাহেত আলী খান।

 

এদিন রাত ৯টার দিকে বিপিএলের মঞ্চ মাতাতে আসেন তিনি। তার গান স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাবে অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনা শুরু হয়েছে তার পারিশ্রমিক নিয়ে। পাকিস্তানি এই শিল্পী আনতে বিসিবিকে গুনতে হয়েছে ৩ কোটি ৪ লাখ টাকা।

 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ক্রিকেটভক্তদের প্রতিক্রিয়া জানতে একটি অনুসন্ধান চালায় আরটিভি। এ সময় দেখায় বেশি ভাগই ফাতেহ আলী খানের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন ‍তুলেছে। যেখানে তারা তুলনা করেছে গত আসরে চ্যাম্পিয়ন দলের পুরস্কারের অর্থকে।

 

বিপিএলের গত আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলেছিল ফরচুন বরিশাল। সেবার ২ কোটি টাকা পেয়েছিল তারা। এবারেও তারা অংশগ্রহণ করছে দক্ষিণ অঞ্চলের দলটি। তবে পরের আসরের থেকে বিপিএলে লাভ ভাগাভাগি না করলে দল রাখা সম্ভব না বলে জানিয়েছেন বরিশালের মালিক মিজানুর রহমান।

 

এ ছাড়াও এই আসরে অনেক দল বিসিবি নির্ধারিত অর্থের পেমেন্টও দিতে পারেনি। পেমেন্টের সবশেষ তারিখ ছিল ২০ ডিসেম্বর। কিন্তু কয়েকটি দল ব্যর্থ হওয়ায় সময় এবং অ্যাকাউন্টে কমানো হয়েছে বলে জানা গেছে বিসিবির সূত্র থেকে। এমন অবস্থায় প্রায় কোটি একটি শিল্পীর জন্য ব্যয় করাটা ভালো নেয়নি দর্শকরা।

 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে আব্দুল্লাহ আল মেহেদী নামের একজন লিখেছেন, আমাদের দেশের প্রিমিয়ার লিগের মান উন্নয়ন বলতে আমাদের ক্রিকেট বোর্ড বোঝে শুধু বিদেশি শিল্পীদের দিয়ে গান গাওয়ানো। যেখানে প্রিমিয়ার লিগের উইনার টিম পায় ২ কোটি আর ওই বিদেশি শিল্পী একাই নিয়ে যায় ৩.৪ কোটি (হাসির ইমুজি)।

 

‘যেখানে উন্নয়নের হাজারো ক্ষেত্র বিদ্যমান যেমন- মর্ডান টি-টোয়েন্টি ক্রিকেট অনুযায়ী পিচ তৈরি, হোম এন্ড আ্যওয়ে ভিত্তিক ম্যাচ (স্বাভাবিক ভাবেই এতে ভ্যেনুর সংখ্যা বাড়বে), সম্প্রচারের ক্ষেত্রে ভালো মানের প্রোডাকশন, ডি আর এস সিস্টেম, এছাড়াও ম্যাচে “পাওয়ার সার্চ ওভার” যুক্ত করা যাতে পারে যেমনটা বিগব্যাশ এ হয়। এছাড়াও আরো অনেক যায়গা আছে যেখানে বিপিএল এ উন্নতির যায়গা আছে। কিন্তু ওইযে, এসব নিয়ে কে ভাবে? দেশের ক্রিকেট গোল্লায় যাক, আগে বিদেশী শিল্পীর গান শোনা যাক (হাত তালির ইমুজি)।,

 

এদিকে খেলার পাতা নামক একটি পেইজে বিপিএলের প্রাইজমানি বাঁড়ানোর জন্য দাবি তুলেছেন। লিখেছে, বিপিএলে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ ২ কোটি কিন্তু এক অনুষ্ঠানেই ফাতেহ আলির জন্য সাড়ে ৩ কোটি। নতুনত্বের ঘোষনা দিয়ে শুরু হওয়া বিপিএলে খানিক নতুনত্বের ছোঁয়াও মিলেছে।

 

তবে, চ্যাম্পিয়ন দলের জন্য যেখানে বরাদ্দ ২ কোটি। সেখানে এক অনুষ্ঠানেই তিন ঘন্টার জন্য শিল্পী রাহাত ফাতেহ আলি খান নেবেন প্রায় সাড়ে তিন কোটি। চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি কি বাড়ানো উচিত বলে মনে করেন.??

 

আসন্ন বিপিএলের প্রাইজমানি এখনও নির্ধারণ করেনি বিসিবি। টুর্নামেন্টের মাঝ দিকে জানা যেতে পারে প্রাইজমানি। তাই এখন দেখার বিষয় প্রাইজমনি কতটা বাড়ায় ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড।

 

অন্যদিকে আয়মান খান নাফি নামের একজন ফাতেহ আলী খানের একটি ছবি পোস্ট করে তার গানের সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, বিপিএল এর উদ্ধোধনী অনুষ্ঠানে দেখতে ক্রিকেট বোর্ডের পেইজে ঢুকলাম, মনে হলো ভুল করে কারো বিয়ের অনুষ্ঠানে ডুকে গেছি (হাসির ইমুজি)।

 

এ ছাড়াও অনুষ্ঠান চালাকালীন সময়েও বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয় দর্শকরা। অনলাইনে টিকিট কিনেও অনুষ্ঠান দেখতে পারেননি অনেকে। মূলত, অনলাইনের টিকিটের কোড স্কান করতে না পারায় তাদের প্রবেশ করতে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের সঙ্গে তর্কতর্কি শুরু করে দর্শকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালান সেনাবাহিনী।

 

যদিও বিসিবি আগে জানিয়েছিল বিকেল সাড়ে ৪টার মধ্যে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। তবে টাকা দিয়ে টিকিট কেটেও ভিতরে ঢুকতে না পারায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে দর্শকরা।

 

আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের মাঠের লড়াই। তার আগে এসব প্রভাব ফেলতে পারেনি ম্যাচগুলোতে দর্শকদের উপস্থিতির উপর। সব মিলে এবারেও টুর্নামেন্ট শুরু আগে বিতর্ক এড়াতে ব্যর্থ বিসিবি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments