নিজস্ব প্রতিনিধি,
মৌলভীবাজার বড়লেখায় ভারতীয় বিএসএফ কর্তৃক চা শ্রমিককে হত্যার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
সোমবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মৌলভীবাজার জেলায় চৌহমুনাতে সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বড়লেখা উপজেলায় বিএসএফের গুলিতে চা শ্রমিক গোপাল নিহতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মো. ওসমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আব্দুল কাদের ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক তানজিয়া শিশি। এছাড়াও সাধারণ শিক্ষার্থী আতিকুল ইসলাম ও আবু হানিফসহ অন্যান্যরা।