Friday, April 4, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জআওয়ামী দুঃশাসনের বিচার না করলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে,...

আওয়ামী দুঃশাসনের বিচার না করলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে, ডা.এ জেড এম জাহিদ হোসেন 

 

 

 

সাজ্জাদ মাহমুদ মনির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার ছাতকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,দেশ থেকে কোন স্বৈরাচার পালালে ফিরে আসার নজির কোথাও নেই। যারা পালিয়েছে তাদের বিচার করতে হবে।আওয়ামী লীগের লুঠপাট, হত্যা-গুম,নির্যাতনের বিচার হতে হবে।২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন,২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন ও ২০২৪ সালের ডামি প্রার্থীর নির্বাচন সহ দেশের উপজেলা, পৌর ও প্রশ্নবিদ্ধ সিটি নির্বাচনের কারিগরদের বিচার এদেশে হবেই। এসবের বিচার না হলে জুলাই আগষ্টের অদ্ভুথানের শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে। তিনি আরো বলেন, কর্মীরা কোন আন্দোলনে কখনো পিছপা হয়নি। বিএনপি বা অঙ্গ সংগঠনের সকল কমিটিতে ত্যাগীরাই স্থান পাবে। বিভিন্ন কমিটিতে মিছিলের পেছনে থাকা কর্মীদেরও মূল্যায়ন করা হবে।

 

সোমবার বিকেলে ছাতক পাবলিক খেলার মাঠে (মন্টু বাবুর মাঠ ) ছাতক উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক, সাবেক সংসদ সদস্য

ও বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,হবিগঞ্জ পৌর সভার সাবেক মেয়র

জি কে গৌছ,বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক

(সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী,বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর

রহমান চৌধুরী মিজান।

 

বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, শামসুল হক নমু,ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, হাজী আব্দুল বারী,সাবেক উপদেষ্টা ফজলুল করিম বকুল, সাবেক সহ সভাপতি শফিকুল আলম মতি, সাবেক যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামছু, সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ছায়াদুজ্জামান, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক, ও সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন,সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সামসুর রহমান বাবুল,পৌর যুবদলের সাবেক আহবায়ক শহিদুর রহমান সোহেল,জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান এমরান, আবু সুফিয়ান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল,ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক সদস্য জসীম উদ্দিন সালমান,কয়েছ আহমদ, আফতাব আলী প্রমুখ।

 

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন,

মাওলানা মাসুম বিল্লাহ।

সভায় উপজেলা জাসাসের পরিবেশনায় জাতীয় সংগীত ও

দলীয় সংগীত পরিবেশন করা হয়।

 

ছাতক, সুনামগঞ্জ

২৩.১২.২৪ ইং

০১৭১২৩৫৩৪৩৯

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments