Friday, April 4, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারমৌলভীবাজার সী*মান্তে বিএসএফের গু*লিতে চা শ্রমিকের মৃ*ত্যুর অ*ভিযোগ

মৌলভীবাজার সী*মান্তে বিএসএফের গু*লিতে চা শ্রমিকের মৃ*ত্যুর অ*ভিযোগ

বিশেষ প্রতিনিধি,

 

মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে রোববার (২২ ডিসেম্বর) দুপুরে গোপাল বাগতি নামে এক চা শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। শনিবার বিকেলে পাহাড় থেকে বাঁশ আনতে গিয়ে তিনি নিখোঁজ হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

নিহত গোপাল বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অখিল বাগতির ছেলে। স্বজনদের অভিযোগ, সীমান্তের জিরো লাইনে বিএসএফ গুলি করে তাকে হত্যা করেছে। তার সাথে থাকা আরো কয়েকজন শ্রমিক পালিয়ে আসায় রক্ষা পেয়েছে।

 

স্থানীয়রা জানায়, চা শ্রমিক গোপাল বাগতি শনিবার সকালে আরও কয়েকজন শ্রমিকের সাথে বাঁশ আনতে বাড়ি থেকে বেরিয়ে দুর্গম পাহাড়ে যায়। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। রোববার ভোরের দিকে খবর মিলে বিজিবি-৫২ ব্যাটালিয়নের টিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর মধ্যবর্তী স্থানে একটি লাশ পড়ে রয়েছে। বিজিবি ও থানা পুলিশ স্বজনদের নিয়ে ঘটনাস্থল থেকে নিহত গোপালের লাশ উদ্ধার করে।

 

স্বজনরা অভিযোগ করেন, বিএসএফ গুলি করে গোপালকে নির্মমভাবে হত্যা করে সীমান্তের জিরো লাইনে লাশ ফেলে গেছে।

 

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, রোববার সকালের দিকে কয়েকজন চা শ্রমিক বিজিবি বিওসিটিলা বিওপির টহল দলকে জানায়, সীমান্ত পিলার ১৩৯১/২-এস এর কাছে একটি মরদেহ দেখেছেন। ওই সংবাদের ভিত্তিতে বিওসিটিলা বিওপির টহল দল তাৎক্ষণিক পুলিশসহ দ্রুত ওই স্থানে তল্লাশি অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৩৯১/২-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে গোপাল বাগতির লাশ উদ্ধার করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments