Friday, April 4, 2025
Homeবিনোদনএকজন ভালো হৃদয়ের মানুষ চান রাশমিকা

একজন ভালো হৃদয়ের মানুষ চান রাশমিকা

বিনোদন ডেস্ক,

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। কেবল অভিনয় জীবনই নয়, বারবারই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তার ব্যক্তিগত তথা প্রেমজীবনও। বহু দিন ধরেই বিনোদন পাড়ায় তার প্রেম নিয়ে গুঞ্জন শোনা যায়। কিন্তু এখনো মুখে কুলুপ এঁটে রেখেছেন সে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের জন্য কেমন পাত্র চান-তা জানিয়েছেন রাশমিকা।

নায়িকা বলেন, আমার জন্য সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান। একে অপরকে সম্মান করা, যত্ন করা, পাশে থাকা সম্পর্কের সমীকরণ এতেই মজবুত হয়ে ওঠে।

 

তিনি আরও বলেন, আমার সঙ্গী যে হবে, সে যেন আমায় খুব ভালোবাসে, আমার যত্ন করে। একজন ভালো হৃদয়ের মানুষ হয়। আমি ওই রকমই, তাই আমার সঙ্গীকেও এমনই হতে হবে। আমার মনে হয়, আমি যে রকম সঙ্গী ঠিক তার উল্টো হলে আমাদের সম্পর্ক বেশি দিন টিকবে না। রাশমিকা মনে করেন, প্রেমের সম্পর্কে বন্ধুত্ব থাকাটাও জরুরি। সঙ্গী এমন বন্ধু হবে যে ভালো দিনেও আপনার পাশে থাকবে, আবার খারাপ দিনেও আপনার হাত শক্ত করে ধরে রাখবে।

 

অভিনেত্রীর প্রথম বিয়ে খুব বেশি দিন টেকেনি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীত গোবিন্দম’ সিনেমাতে বিজয়ের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা। ছবি মুক্তি পাওয়ার পর বিজয় এবং রাশমিকার সম্পর্কের রসায়ন মনে ধরে যায় দর্শকের। অনেকেই মনে করেন, বিজয়ের সঙ্গে সম্পর্ক গাঢ় হওয়ার কারণেই নাকি বিয়ে ভেঙে দেন রাশমিকা। তবে সম্পর্ক নিয়ে রাশমিকা এবং রক্ষিত কেউই মুখ খোলেননি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments