নিজস্ব প্রতিনিধি,
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন বিমানযোগে ঢাকা থেকে সিলেটে আগমন করেছেন।
রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তিনি নভোএয়ার (ভিকিউ৯৮১) বিমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন করেন। পরবর্তীতে তিনি সোয়া ৯টার দিকে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষণা ইনিস্টিউটের (বিটিআরআই) উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন এবং বিটিআরআই রিসোর্টে রাত্রীযাপন করবেন বলে জানা যায়।
মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন রোববার বাংলাদেশ চা গবেষণা ইনিস্টিউট (বিটিআরআই) এর গবেষণাসহ সার্বিক কার্যক্রম ও ন্যাশনাল টি কোম্পানির সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। কার্যক্রম শেষে বিমানযোগে ঢাকায় প্রত্যাবর্তন করবেন বলে জানা যায়।