নিজস্ব প্রতিবেদক,
উগ্রবাদী সাদপন্থীদের বিচারের দাবিতে জেলা প্রশাসনের কার্যালয়ে স্মারকলিপি প্রদান। ছবি: ডেইলি বাংলাদেশ
মৌলভীবাজারে উলামায়ে মাশায়েখ ও তৌহিদী জনতা উগ্রবাদী সাদপন্থীদের বিচারের দাবিতে জেলা প্রশাসনের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছেন।
রোববার ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার উদ্যোগে গত ১৮ ডিসেম্বর রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে চারজন নিহতের ঘটনায় উগ্রবাদী সাদপন্থীদের বিচার নিশ্চিতকরণ এবং তাদের সার্বিক কার্যক্রম বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবার স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান করেন দারুল উলুম মাদরাসা মৌলভীবাজারের প্রিন্সিপাল মাওলানা মো. শামসুজ্জামান, রাধানগর মাদরাসার প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল মজিদ, বরুনা মাদরাসার সিনিয়র শিক্ষক ফখরুজ্জামান নাফিজ, মুন্সিবাজার মাদরাসার মোহতামিম আব্দুল মতিন।
স্মারকলিপি নিম্মুক্ত দাবি গুলো জেলা প্রশাসকের কাছে তুলে ধরা হয়-
রাতের অন্ধকারে তাবলীগের ঘুমন্ত নিরীহ মুখলেস সাথীদের ওপর অতর্কিত হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে।
মৌলভীবাজার পুলিশ লাইন সংলগ্ন তাবলীগী মার্কাজ নামীয় তাদের আস্তানা ও জেলার সকল মসজিদে সাদপন্থী সন্ত্রাসীদের সর্বপ্রকার কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
কাজিরগাও মারকাজ মসজিদে সাদ পন্থীদের কার্যক্রম নিষিদ্ধ করে মারকাজ মসজিদকে সম্পূর্ণ রূপে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ী নেজামের সাথীদের কাছে হস্তান্তর করতে হবে।
মৌলভীবাজার জেলা থেকে যে সমস্ত মুসল্লি বেশধারী সন্ত্রাসী টঙ্গীর ইজতেমা মাঠে নৃশংস হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।
তাদের মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা, ইন্ধনদাতা ও সহযোগীদের চিহ্নিত করে অনতিবিলম্বে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।