Friday, April 4, 2025
Homeরাজনীতিআওয়ামীলীগসিলেট জেলা যুবলীগের সদস্য হলেন মাহমুদুল আমিন

সিলেট জেলা যুবলীগের সদস্য হলেন মাহমুদুল আমিন

গোলাপগঞ্জ প্রতিনিধি:::

সিলেট জেলা আওয়ামী যুবলীগের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। শনিবার (২সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল কমিটির অনুমোদন দেন।

কমিটিতে শামীম আহমদ(ভিপি) কে সভাপতি ও শামীম আহমদকে সাধারণ সম্পাদক করে  এ কমিটি অনুমোদন দেয়া হয়।

এ কমিটিতে সদস্য পদ পেয়েছেন মাহমুদুল আমিন (হাসান)। এর আগে তিনি সিলেট জেলা ছাত্রলীগের কর্মী ছিলেন এবং বর্তমানেও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

তিনি সিলেট জেলা যুবলীগের প্রতিটি অনুষ্টানে নিরলস ভূমিকা ও দায়িত্ব পালন করে আসছেন। মাহমুদুল আমিন (হাসান) সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ২নং সদর ইউনিয়নের অন্তর্গত চৌঘরী মোকাম মহল্লার (মোকাম বাড়ি) বাসিন্দা। এখান  থেকেই বেড়ে উঠা মাহমুদুল আমিন হাসান  রাজনিতি ছাড়াও  বিভিন্ন সামাজিক সংগঠনে তিনি দায়িত্ব পালন করেছেন।

তাকে জেলা যুবলীগ কমিটির সদস্য মনোনীত করায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ  সম্পাদক এবং সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান ও কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদের প্রতি  কৃতজ্ঞতা জানান তিনি।

এছাড়াও যারা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান। দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চান মাহমুদুল আমিন।

 

প্রসঙ্গত– ২০১৯ সালের ২৯শে জুলাই সরাসরি ভোটের মাধ্যমে সিলেট জেলা যুবলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। যুবলীগের মধ্যে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments