কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ বাজারে নৈশ্যপ্রহরী মুজিবুর রহমান (৫৪) কে গত ১৯ ডিসেম্বর দিবাগত রাত আড়াই টার দিকে বাজারে পাহারা দেওয়ার সময় অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুত্বর আহতের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে নৈশ্যপ্রহরী মুজিবুর রহমান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় রয়েছেন বলে তার স্বজনরা জানিয়েছেন।
এঘটনায় আহত মুজিবুর রহমান এর ছেলে রাজাগঞ্জ ইউ/পির মইনা গ্রামের সেবুল আহমদ বাদী হয়ে কানাইঘাট থানায় গতকাল শনিবার পার্শ্ববতী মইনার পাহাড় গ্রামের মৃত নুর উদ্দীনের ছেলে কামাল আহমদ (৪০) এর নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা জ্জ জনের বিরোদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেথ করা হয় প্রতিদিনের ন্যায় গত ১৯ ডিসেম্বর রাত ১০ টা থেকে নৈশ্যপ্রহরী মুজিবুর রহমান বাজারে পাহারাদারের দায়িত্বে ছিলেন। রাত অনুমান আড়াই টার দিকে কামাল আহমদ সহ আরো ৩/৪ জন বাজারের রুপালী ব্যাংক ও আশপাশ মার্কেটের সামনে উদ্দ্যেশ্য মূলক ভাবে ঘুরাফেরা করিতে থাকিলে নৈশ্যপ্রহরী মুজিবুর রহমান তাদের কে বাজার থেকে চলে যাওয়ার অনুরুধ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে কামাল আহমদ সহ তার সাথে থাকা লোকজন লাঠি নিয়ে হত্যার উদ্দ্যেশ্যে মুজিবুর রহমানকে এলাপাতাড়ি ভাবে পিঠিয়ে কোমরে গুরুত্বর ভাঙ্গা যখম করে এবং শরিলের বিভিন্ন স্থানে আঘাত করে আহত অবস্তায় রাস্তার উপর ফেলে রেখে চলে যায় হামলাকারীরা।
পরে তাকে আহত অবস্তায় বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও পরিবারের লোকজন উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বাজাররে ব্যবসায়ী স্থানীয় লোকজন রাজাগঞ্জ বাজারের নৈশ্যপ্রহরী মুজিবুর রহমানের উপর হামলাকারীদের বিরোদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য থানা পুলিশের প্রতি দাবি জানিয়েছেন ।