মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখার বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগে সরকারিভাবে জরিপ প্রক্রিয়া সম্পন্ন করে ভূমি অধিকারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে বড়লেখার বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি নিয়াজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কমিটির সহসভাপতি আব্দুল রাজ্জাক, আব্দুস শুকুর, মাহতাব উদ্দিন, আব্দুল কুদ্দুস, আব্দুল হাসিম সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তরা বলেন, দীর্ঘ ৬০/৬৫ বছর ধরে বোবারথলের এলাকায় মানুষ বসবাস করে আসছেন। ভোটের অধিকার আছে, কিন্তু ভূমির অধিকার নেই। সরকারীভাবে ভূমির অধিকার পাওয়ার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবী জানান এবং শাবাজপুর চা বাগান কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
মানববন্ধন কর্মসূচি শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধনে বোবারথল এলাকার প্রায় শতাধিক লোক অংশগ্রহণ করে।