দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: রনি আহমেদ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিয়াম আহমদ (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুনা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিয়াম উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুনা গ্রামের মো. আজির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক থেকে আসা বিস্কুট ভর্তি কাভার্ডভ্যান চৌমুনা পয়েন্টে আসলে সামনে থাকা শিশু সিয়ামকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে মাথায় আঘাত পায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম বলেন, কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।