Friday, April 4, 2025
Homeবিনোদনঅন্তর্জালে ভাইরাল ছবি প্রসঙ্গে জয়া'র প্রতিক্রিয়া!

অন্তর্জালে ভাইরাল ছবি প্রসঙ্গে জয়া’র প্রতিক্রিয়া!

 

 

বিনোদন প্রতিবেদক :

 

বাংলাদেশী জনপ্রিয় মডেল – অভিনেত্রী জয়া আহসান দুই বাংলায় সমান জনপ্রিয়। দেশের সীমানা ছাড়িয়ে ভারতে কলকাতার বাংলা ও মুম্বাইয়ের হিন্দি ছবিতেও অভিনয় করে প্রশংসিত হয়েছেন। সম্প্রতি ভিন্নভাবে জামদানি শাড়ি পরে নজর কাড়েন এই তারকা অভিনেত্রী। অন্তর্জালে আবার ভাইরাল হয়েছে জয়া’র বেশ কিছু চিত্তাকর্ষক ছবি। প্রচুর নেটিজেন তার সেই ছবিগুলো শেয়ার করেছেন।

 

জানা যায়, শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি শেয়ার করেন জয়া আহসান। তাতে তিনি জানিয়েছেন কার প্রেরণায় এই নতুন ফটোশুট। প্রখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবি বর্মার শিল্পকর্মের প্রেরণায় এই নতুন ফটোশুটি করেছেন বলে জানিয়েছেন চিরতরুণ এই শৈল্পিক সুন্দরী। ছবির পোস্টে ক্যাপশনে তিনি লিখেছেন – রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরিত। সেই আধুনিক শৈলীর সঙ্গে পুরোনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম।

 

প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে একেবারে ভিন্ন রূপের জয়াকে। তিনি গাঢ় বেগুনী রঙের কাতান শাড়ি পরেছেন। শাড়ির জমিনে সোনালী জরি সুতার সাবেকি ডিজাইন। হলুদ রঙের ব্লাউজে লক্ষ্ণৌ ঘরানার ডিজাইন। আর গয়না হিসেবে গোল্ড প্লেটের সঙ্গে মুক্তার মিশেল রেখেছেন এই গুণী ও আকর্ষণীয় ফিগারের গ্ল্যামারাস এই নায়িকা। ছবিতে দেখা যায় জয়া কানে দুল না পরলেও গয়নার কোনো কমতি নেই। সিঁথিপাটি, টায়রা থেকে শুরু করে নাকে এমনকী হাত পায়েও গয়না পরেছেন।

 

জানা গেছে, বর্তমানে ছবি মুক্তির অপেক্ষায় আছেন জয়া। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পাচ্ছে তার অভিনীত নতুন ছবি। আকরাম খান পরিচালিত ‘নকশী কাঁথার জমিন’ নামের এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ ডিসেম্বর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments