Tuesday, April 1, 2025
Homeসিলেট বিভাগহবিগঞ্জহবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে সংঘ*র্ষ, আ*হত অর্ধশতাধিক

হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে সংঘ*র্ষ, আ*হত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি,

হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট ও ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

শনিবার (২১ ডিসেম্বর) সকালে তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেরার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামের মসজিদের ১২ লাখ টাকা নিয়ে শুক্রবার রাতে গ্রামে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফান্ডের টাকা কীভাবে খরচ হবে এ নিয়ে একই গ্রামের কালা মিয়ার সঙ্গে তৈয়ব আলীর মধ্যে বিরোধ চলে আসছিল।

 

এর জেরে শনিবার সকালে দুপক্ষের লোজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়। গুরুতর আহত একজনকে টেঁটাবিদ্ধ অবস্থায় সিলেট মেডিকেল কলেজ ও ত্রিশজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

 

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির জানান, মূলত তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে। মসজিদের টাকার ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments