জেলা প্রতিনিধি,
সিলেট বিভাগের বিভাগীয় কমিশনানের সঙ্গে হবিগঞ্জ জেলা প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ মতবিনিময় সভা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সার্কিট হাউসে বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় হবিগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সীমান্ত চোরা চালান ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।