সিলেট প্রতিনিধি,
সিলেটে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনের সঙ্গে চা বাগান মালিক ও ব্যবস্থাপকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বড়শালাস্হ সিলেট ক্লাবে বাংলাদেশ চা শিল্পের বর্তমান অবস্থা ও করণীয় বিষয় সম্পর্কে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন খাদিম চা বাগানের মালিক আফজল রশিদ চৌধুরী, ম্যানেজার আতিকুল ইসলাম আতিক, তারাপুর চা বাগানের ম্যানেজার রিঙ্কু চক্রবর্তী, রাষ্ট্রীয় চা নিলাম কাজে নিয়োজিত রূপসী বাংলা টি ব্রোকারস মালিক সৈয়দ মনির হোসেন, ম্যানেজার ওসমান, বুরজান চা বাগানের ম্যানেজার কামরুজ্জামান চৌধুরী, জিএম আব্দুস সবুর খান প্রমুখ।
এ সময় স্টোকহোল্ডাররা চা বাগানের বর্তমান পরিস্থিতি এবং চা শিল্পের উন্নয়নের বিভিন্ন দিক উল্লেখ করেন। বর্তমানে নিলামকৃত চায়ের মূল্যবৃদ্ধি করার বিষয়ে চেয়ারম্যানের কাছে মতামত তুলে ধরেন।