বিনোদন প্রতিবেদক :
গেলো ৫ আগস্টের ছাত্র – জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশের রাজনীতির দৃশ্যপটে বেশ পরিবর্তন এসেছে। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ প্রধান শেখ হাসিনা পালিয়ে যান। মূলত এরপরই আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী শিল্পীদের ভোল পালটাতেও দেখা যাচ্ছে। আওয়ামী সুবিধাভোগী শিল্পীদের একজন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।
জানা যায়, চলচ্চিত্র প্রযোজনা, অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গেও জড়িত। এক সময় তিনি ছিলেন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গেলো আওয়ামী সরকারের আমলে আওয়ামী লীগের হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি ছিল তার। দলটির হয়ে জাতীয় নির্বাচনেও অংশ নিতে চেয়েছিলেন ডিপজল।
এবার আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিপজল আবারও ভোল পাল্টানোর চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠেছে। তিনি নাকি আবারও আশ্রয় নিচ্ছেন বিএনপি’র ছায়াতলে। বিজয় দিবস উপলক্ষ্যে ফেসবুকে পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানান ডিপজল। তাতে ব্যবহার করেছেন জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি।
জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই পোস্টারে বিএনপির নেতাদের ছবি ব্যবহার করায় সমালোচনার মুখে পড়েছেন ডিপজল। অনেকে বলছেন, ডিপজলের এই দল পালটানোর নীতি নতুন কিছু নয়। এর আগে ১৯৯৪ সালে বিএনপির সমর্থন নিয়ে ঢাকার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেন তিনি। এরপর ২০০১ সালে ফের বিএনপির ছায়াতলে! গেলো ১৬ বছর তো ডিপজল ছিলেন স্বীকৃত আওয়ামী সুবিধাভোগী। পলাতক এই অভিনেতা বর্তমানে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।