Wednesday, April 2, 2025
Homeখেলাধুলাক্রিকেটশ্রীমঙ্গলে বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টর শুভ উদ্বোধন

শ্রীমঙ্গলে বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টর শুভ উদ্বোধন

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

শ্রীমঙ্গল ক্রিকেট একাদশের আয়োজনে বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন (কোয়াব) এর পৃষ্ঠপোষকতায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

শ্রীমঙ্গল ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন (কোয়াব) এর সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক ডা: নাজেম আল কোরেশী রাফাতের সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শ্রীমঙ্গল কোয়াব এর সহ সাধারণ সম্পাদক ডা: আব্দুল্লাহ আল মামুন, সমাজ সেবক ও ক্রীড়াবিদ আব্দুর রহমান খাঁন পাশা।

 

এদিকে উদ্বোধনী খেলায় কলেজ রোড স্পোটিং ক্লাব টসে জয় লাভ করে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করে। দলের পক্ষে মীর শিবলু ২১ বলে ৩১ রান,পলাশ ১৯ বলে ২৯ রান, রায়হান ১০ বলে ১৭ রান ও হেলাল ১৬ বলে ১৭ রান করেন। বিরতির পর বুমবুম স্পোটিং ক্লাব ১৪৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩০ রান করতে সক্ষম হয়। দলের হয়ে হাবিব ৩৩ বলে ৩১ রান করেও দলের হার এড়াতে পারেন নি। কলেজ রোড স্পোটিং ক্লাব ১২ রানে জয় লাভ করে। ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ২ উইকেট ও দলের হয়ে ১০ বলে ১৭ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কলেজ রোড স্পোটিং ক্লাবের সারওয়ার রায়হান। খেলায় গেইম চেঞ্জার নির্বাচিত হন একই দলের মীর শিবলু। আজকের খেলাটি পরিচালনা করেন দুই অভিজ্ঞ অ্যাম্পায়ার মোবারক হোসেন লুপ্পা ও মীর কালাম। স্কোরের দায়িত্বে ছিলেন মীর সাজ্জাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments