নিজস্ব প্রতিনিধি,
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশে চা শিল্পের অবস্থা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার। বাংলাদেশে কমনওয়েলথ সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সারওয়ার হোসেন।
বুধবার (১৮ ডিসেম্বর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পারভীন এফ চৌধুরী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সারওয়ার হোসেন।
এ ছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চা উৎপাদন প্রযুক্তি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. ইফতেখার আহমেদ সহ প্রমুখ।
সেমিনারে আলোচকরা বর্তমানে বাংলাদেশে চা শিল্পের বর্তমান অবস্থা, চা শিল্পের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়ে আলোচনা ও গবেষণা উপস্থাপন করেন।