নিজস্ব প্রতিবেদক,
মৌলভীবাজারে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশারফ হোসেন,জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আকতার হুসেন প্রমুখ।