স্টাফ রিপোর্টার,
সুনামগঞ্জ জেলা ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল, পুলিশ সুপার আ.ফ. ম আনোয়ার হোসেন খান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। আমাদের যুব উন্নয়ন অধিদফতর রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, জনকল্যাণ ব্যাংক রয়েছে, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস রয়েছে। ব্রাকের এনজিও অফিস এগিয়ে এসেছে।
এসব প্রতিষ্ঠান আমাদের জনগণকে প্রশিক্ষিত করে বিদেশে পাঠানোর ব্যবস্থা করছে। প্রশিক্ষিত দক্ষ একজন মানব শক্তি অনেক বেশি আয় করতে পারে। পৃথিবীর উন্নত দেশগুলোতে প্রশিক্ষিত জনশক্তি একটা আস্থার পথিক হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। আপনাদের দক্ষতা আমাদের পারদর্শিতা এবং সর্বোপরি আমাদের আচার ব্যবহার যদি সবকিছু উন্নতি করতে পারি তাহলে আমাদের শ্রমের যে বাজার সেখানে একটা চাহিদা তৈরি হবে।