Friday, April 4, 2025
Homeরাজনীতিআওয়ামীলীগসিলেটে আবাসিক হোটেল থেকে নারীসহ আ.লীগ নেতা আ*টক

সিলেটে আবাসিক হোটেল থেকে নারীসহ আ.লীগ নেতা আ*টক

নিজস্ব প্রতিনিধি,

 

সিলেট বন্দরবাজারের একটি আবাসিক হোটেল থেকে এক নারীসহ আওয়ামী লীগ নেতা আজমল হোসেন সেলিমকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে লালবাজার এলাকার হোটেল আল-জালাল থেকে তাদেরকে আটক করা হয়।

 

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, আটককৃত আজমল হোসেন সেলিম সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম ওই নারীকে নিয়ে হোটেল আল-জালালের একটি রুম ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। বিকেল ৩টার দিকে হোটেলে অভিযান পরিচালনা করে পুলিশ তাদেরকে আটক করে।

 

ওসি মো. জিয়াউল হক বলেন, আমরা আজমল হোসেন সেলিম নামের এক ব্যক্তিকে নারীসহ নগরের বন্দর বাজারের একটি হোটেল থেকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় নেয়া হয়েছে। হোটেলে তিনি ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে উঠেছিলেন। সেলিমের নামে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments