Friday, April 11, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে পর্যটক ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাতে উচ্ছেদ অভিযান 

শ্রীমঙ্গলে পর্যটক ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাতে উচ্ছেদ অভিযান 

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য রক্ষা এবং পর্যটক ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করে শহরকে ফুটপাতমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২ দিকে শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এর নির্দেশনায় এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

 

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন জানান, শ্রীমঙ্গল একটি সুন্দর পর্যটন এলাকা। এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশ থেকে বহু মানুষ বেড়াতে আসে। তবে শহরে নির্দিষ্ট বাস স্ট্যান্ড না থাকায় এবং রাস্তার পাশে ও ফুটপাতে যত্রতত্র ভাসমান দোকানপাট গড়ে উঠায় যানজট সৃষ্টিসহ পথচারীদের যাতায়াতে বিঘ্ন ঘটে। তিনি জানান যানজট নিরসন ও শহর সুন্দর রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযানের বিষয়ে জানতে চাইলে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল একটি পর্যটন নগরী। এই শহরে দেশ-বিদেশ থেকে হাজার হাজার পর্যটকের পদচারণা থাকে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার উপর দিয়ে বিভিন্ন স্পটে পর্যটকরা ঘুরতে যান। সে বিষয়টি আমলে নিয়ে আমরা প্রায় সময় শহরের রাস্তার পাশে ও ফুটপাতে অবৈধভাবে বসা ভাসমান দোকানপাট অভিযানের মাধ্যমে অপসারণ করে থাকি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments