সিলেট প্রতিনিধি,
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক ঝটিকা মিছিল বের করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঝটিকা মিছিল হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ানীবাজার উপজেলাধীন ২ নম্বর চারখাই ইউপিস্থ কাকুরা নামক স্থানে সিলেট-জকিগঞ্জে রোডে ছাত্রলীগ নেতা ইমরান আহমদের নেতৃত্বে ২০-৩০ জন ছাত্রলীগের কর্মীর সমন্বয়ে একটি ঝটিকা মিছিল বের করা করে। পরে তাৎক্ষণিকভাবে নিজেরাই ছত্রভঙ্গ হয়ে যায়।
পরবর্তীতে বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ছাত্রলীগ কর্মী তানজিদ আহমদকে আটক করে বিয়ানীবাজার থানায় নিয়ে আসেন। আটক তানজিদ বিয়ানীবাজার থানার কাকুরা গ্রামে লিপন আহমদের ছেলে।
আটক ছাত্রলীগের কর্মীর বিরুদ্ধে থানায় মামলা না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিয়ানীবাজার থানা সূত্রে জানা যায়।