নিজস্ব প্রতিনিধি,
হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সামাজিক সংগঠন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান, পুলিশ সুপার মো. রেজাউল হক খানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিরা।