স্পোর্টস প্রতিবেদক :
ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান মডেল – অভিনেত্রী ইয়েশা সাগর দায়িত্ব পালন করবেন চিটাগং কিংসের হয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এই সুন্দরীর সঙ্গে চুক্তি করে বেশ আলোচনার জন্ম দিয়েছে চিটাগং কিংস। বিপিএলে এমনিতেই বিশ্বের বড় বড় ক্রিকেট তারকাদের পাওয়া যায় না। তাই বিকল্প উপায়ে দল এবং টুর্নামেন্টের আমেজ বাড়াতে কাজ করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। জানা গেছে, এরই অংশ হিসেবে আসছেন মডেল – অভিনেত্রী ইয়েশা সাগর।
জানা গেছে, ডিসেম্বরের ৩০ তারিখ থেকে অনুষ্ঠব্য বিপিএলে এবার নতুন করে পুরোনো মালিকানার অধীনে খেলবে চিটাগাং কিংস। শুরুতে তারা পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে বড় চমক দিয়েছিল। এবার তারা ‘অফিসিয়াল হোস্ট’ হিসেবে নিয়োগ দিল ইয়েশা সাগরকে। ভারতীয় বংশোদ্ভূত ইয়েশা অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার হিসেবেও কাজ করে থাকেন।
১৯৯৬ সালের ১৪ ডিসেম্বর তিনি ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন ইয়েশা। গেলো বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ইয়েশা’র উপস্থিতি আলোড়ন তুলেছিল। ক্রীড়া উপস্থাপনার পাশাপাশি ইয়েশা ফিটনেস নিয়ে কাজ করেন। সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্য বিষয়ে মানুষকে সচেতন করেন। এছাড়া পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজের অভিজ্ঞতা আছে ইয়েশা’র।
কানাডিয়ান মডেল – অভিনেত্রী ইয়েশা সাগর সোশ্যাল মিডিয়ায়ও বেশ জনপ্রিয়।