স্টাফ রিপোর্টার,
মহান বিজয় দিবসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সোমবার দিনের প্রথম প্রহরে শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক ইলিয়াস আলী। পরে পুলিশ সুপার আনোয়ার হোসেন শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর শহিদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে মানুষের বাধভাঙা জোয়ারের সৃষ্টি হয়। ফুল দিতে আসা মানুষের কারও হাতে ব্যানার, কারও হাতে প্ল্যাকার্ড, আবার কেউ নিয়েছেন স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা নিয়ে মিলে যান এক মোহনায়। এ সময় একে একে শহিদ মিনারে ফুল দিতে আসেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
তবে জেলায় বিজয় দিবসকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জেলা শহর থেকে শুরু করে প্রতিটি উপজেলায় পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার। সেই সঙ্গে জেলা প্রশাসনের উদ্যাগে বিজয় দিবসকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।