রনি আহমদ, দোয়ারা বাজার প্রতিনিধি,
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ পথে পাচারকালে বিপুল পরিমাণ কমলা, ফুচকা ও চিনি জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বাংলাবাজার ক্যাম্পের অভিযানে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় সীমান্ত এলাকায় এসব পণ্য জব্দ করা হয়।
আটক পণ্যের বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
একই দিনে উপজেলার নরসিংপুর ইউনিয়নের লাফার্জ বিজিবি ক্যাম্পের অধিনস্থ শ্রীপুর এলাকা থেকে বিপুল পরিমাণে ভারতীয় মদের চালান জব্দ করে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)- এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানী এসব মালামাল জব্দ করা হয়।