বিনোদন প্রতিবেদক :
ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা। তিনি বাংলাদেশী চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে এপার বাংলায়ও দারুন জনপ্রিয়। গেলো জুলাইতে দুই বাংলার জনপ্রিয় ঋতুপর্ণাকে নিয়ে নতুন একটি ছবি নির্মাণের ঘোষণা দেন বাংলাদেশী পরিচালক রাশিদ পলাশ। ছবির নাম ‘তরী’। ইতোমধ্যে এক লটের শুটিংয়ের কাজ শেষ হলেও দ্বিতীয় লটের কাজ আটকে আছে। আর পুরো কাজ শেষ না হওয়ার আগেই বাধে বিপত্তি।
সম্প্রতি বাংলাদেশী মিডিয়ায় খবর রটেছে – বাংলাদেশের ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত’র পরিবর্তে দেখা যাবে কলকাতার আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। এমন ধরনের একটি খবর গেলো কয়দিন ধরে আসছে এদেশের মিডিয়ায়। বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন ঋতুপর্ণা। এই এতে তিনি ক্ষুব্ধ হয়েছেন বলে প্রতিক্রিয়া দেখিয়েছেন।
ঋতুপর্ণা’র মতে, তিনি বাদ পড়তে পারেন না। কারণ তিনি ছবিটিতে কাজ করবেনই – এমন চূড়ান্ত সিদ্ধান্তে কখনও পৌঁছাননি। তাছাড়া এই ছবির চিত্রনাট্যে তিনি কিছু বদল চেয়েছিলেন। পরিচালক সেটা না করার ফলে ঋতুপর্ণা কোনো চুক্তিও করেননি বলে জানিয়েছেন।
এই প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, এই ছবির জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু আমি অভিনয়ের বিষয়ে কোনো কিছুই ফাইনাল করিনি। চিত্রনাট্যে আমি কিছু পরিবর্তন চেয়েছিলাম, আমায় আবারও নতুন করে স্ক্রিপ্ট পাঠানোর কথা ছিল। যেটা ওরা কেউ পাঠাননি। আমি জানিয়ে দিয়েছিলাম – চিত্রনাট্য সঠিক না হলে, আমি কোনো মতেই কাজ করার জায়গায় থাকবো না। তাই আমি কোনো চুক্তিও করিনি। আমি এই ছবিতে অভিনয়ের জন্য রাজি হইনি কখনোই। তাই নেওয়া বা বাদ দেওয়া – এমন প্রসঙ্গই উঠতে পারে না।