সিলেট প্রতিনিধি,
শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে সিলেট নগরীতে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা প্রশাসন।
শনিবার (১৪ ডিসেম্বর) নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী, ডিআইজি সিলেট রেঞ্জ মুশফেকুর রহমান, এসএমপি কমিশনার রেজাউল করিম, জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদ, পুলিশ সুপার মাহবুবুর রহমান, সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, সিলেট সিটি কর্পোরেশন, আনসার ও ভিডিপি, জেলা পরিষদ, সিভিল সার্জন, বন বিভাগ, লিডিং ইউনিভার্সিটি, উপজেলা পরিষদ সদরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।