মৌলভীবাজার প্রতিনিধি,
মৌলভীবাজারে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাবেক কর্মী সুরমান আলীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে সদর থানার মোকাম বাজার শাহজালাল ম্যানশন মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় সদর থানার মোকাম বাজার শাহজালাল ম্যানশন মার্কেটের সামনে থেকে আওয়ামী লীগের সাবেক কর্মী সুরমান আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা রয়েছে। তাকে র্যাব-৯ -এর সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পে রাখা হয়েছে।