নিজস্ব প্রতিনিধি,
হবিগঞ্জের বাহুবল উপজেলায় চালিতাতলা বাসস্ট্যান্ড সংলগ্ন বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে গার্মেন্টস শ্রমিকদের রিজার্ভ করা একটি বাস সিলেট শাহজালাল মাজারের উদ্দেশ্যে রওনা হলে উপজেলায় চালিতাতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছলে সিলেট থেকে আসা ঢাকার উদ্দেশ্যে যাওয়া একটি কাভারভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির ড্রাইভার, হেলপার ও যাত্রীসহ ২০-২৫ জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
ঐ দুর্ঘটনার ফলে ঢাকা-সিলেট মহাসড়কে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানা যায়। বর্তমানে এলাকা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।