রনি আহমদ, দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধি,
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামস উদ্দিন।
বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি লুতফুর রহমান দুলালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চলের পরিচালক মাওলানা ফারুক আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরী সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ ওয়াসিদ আলী, শ্রমিক নেতা জসিম উদ্দিন, আইবিডব্লিউ সুনামগঞ্জ জেলা সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।