সিলেট প্রতিনিধি,
সদ্য গঠিত সিলেট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির পরিচিতি সভা ও শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে সিলেট জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ, মুখ্য সংঘটক নাঈম শেহজাদ, সংঘটক মো. জামিল আহমদ, মুখপাত্র ছালেহা সারা।
বক্তারা তাদের বক্তব্য বলেন, জেলা কমিটি গঠন হয়েছে। আগামীতে উপজেলা কমিটি হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দুর্বার গতিতে চলছে। আগামীর বাংলাদেশের দায়িত্ব নিতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
তারা আরো বলেন, রাষ্ট্রের সব কাঠামো সংস্কার না করা পর্যন্ত নির্বাচন হবে না। হাসিনাকে সরাতে অস্ত্র ব্যবহার করিনি। দিল্লির আধিপত্য মেনে নেয়া হবে না। প্রয়োজনে অস্ত্র হাতে নিয়ে দিল্লি দখল করব। রাষ্ট্রের সব কাঠামো সংস্কার না করা পর্যন্ত এই সরকার দায়িত্ব পালন করবে। ছাত্র সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে।
জুলাই-আগস্ট আন্দোলনের শহিদদের স্মরণে দোয়া করা হয়। এ সময় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ইনকিলাব জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।