নিজস্ব প্রতিবেদক,
মৌলভীবাজারে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের (সাদপন্থী) ইজতেমা শুরু হয়েছে। ইজতেমায় বিদেশি জামাতসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মুসল্লি অংশ নিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বৃহস্পতিবার বাদ ফজর শহরের পুলিশ লাইন্সের পাশে জেলা মারকাজের নিজস্ব মাঠে তিন দিনব্যাপী এই জেলা ইজতেমা শুরু হয়েছে।
উক্ত ইজতেমায় বয়ান পেশ করেন মাওলানা আব্দুল কুদ্দুস, মৌলভীবাজার জেলা তাবলিগের আমির মো আব্দুল হাই, হাফেজ মাওলানা নাজমুল ইসলাম ছদরসহ তাবলিগের অন্যান্য সাথীরা।
আগামী শনিবার (১৪ ডিসেম্বর) ফজরের নামাজের পর হেদায়াতের বয়ান শুরু হয়ে এর পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিনদিনের আনুষ্ঠানিকতা।