Friday, April 11, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারমৌলভীবাজার চায়ের রাজ্যে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা

মৌলভীবাজার চায়ের রাজ্যে ১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি,

 

চা-বাগান ও পাহাড়বেষ্টিত জেলা মৌলভীবাজারে বাড়ছে শীত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় ১১.৯ ডিগ্রিতে নেমেছে জেলার তাপমাত্রা।

 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবার ১১.৯, বুধবার ১২.২, মঙ্গলবার ১৩.৫, সোমবার ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর আগে রোববার তাপমাত্রা ১৪.৩, শনিবার ১৩.৫, শুক্রবার ১৩.৫, বৃহস্পতিবার ১৩.৬ ও বুধবার ১৩.৭ ডিগ্রি ছিল।

 

এদিকে ঠান্ডায় কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে পড়েছেন চায়ের জনপদের মানুষ। বেশি দুর্ভোগে পড়েছেন বয়স্ক ও শিশুরা।

 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, সর্দি-কাশি, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন মানুষজন। হাসপাতালে ভর্তি কম হলেও আউটডোরে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। এরমধ্যে চা বাগানের শ্রমিক ও হাওর এলাকার নিম্ন আয়ের মানুষের সংখ্যাই বেশি। শীতজনিত রোগে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালসহ উপজেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments