হবিগঞ্জ প্রতিনিধি,
হবিগঞ্জের বানিয়াচংয়ে হত্যা মামলার আসামি আজমিরীগঞ্জ উপজেলার বিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতেই থাকে হস্তান্তর করা হয় বানিয়াচং থানা পুলিশের কাছে।
গ্রেফতারকৃত আব্দুল আওয়াল বিরাট উজানপাড়া গ্রামের আব্দুল হেকিমের পুত্র। আজমিরীগঞ্জ থানার ওসি এ বি এম মাইদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বানিয়াচং থানার ওসি মো. কবির হোসেন বলেন, আজমিরীগঞ্জ থানা পুলিশ আব্দুল আওয়ালকে গ্রেফতারের পর আমাদের কাছে হস্তান্তর করেছে। হত্যা মামলায় তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।