নিজস্ব প্রতিনিধি,
সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জ থেকে মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে মৌলভীবাজার কারাগারে হস্তান্তর করা হয়।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন বলেন, আমাদের প্রোটেকশন টিম গিয়েছিল, আমরা সে অনুযায়ী তাকে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছি।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসন থেকে আব্দুস শহীদ ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৩ অক্টোবর দিনগত রাতে আব্দুস শহীদের ঢাকার উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।