ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল মাছ বাজার সংলগ্ন রাস্তার পাশ থেকে এক ক্যারেট নিষিদ্ধ সাকার মাছ উদ্ধার করেছে উপজেলা মৎস অধিদপ্তর।
গতকাল ১০ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে এগারোটার সময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য নুর মোহাম্মদ সাগর পথচারীদের কাছ থেকে শুনে ঝুড়িতে মাছগুলো দেখতে পান । তিনি জানান, কাছে গিয়ে বুঝতে পারি এমাছগুলি নিষিদ্ধ সাকার মাছ। যেহেতু নিষিদ্ধ মাছ, খাওয়ার উপযোগী নয়। তাই তিনি ফোন করে উপজেলা প্রশাসনকে জানান। পরে দিবাগত রাত ১২টার দিকে মৎস্য অফিসের লোকজন এসে মাছগুলো জব্দ করেন।এসময় শ্রীমঙ্গল মৎস অধিদপ্তর তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে এক ক্যারেট সাকার মাছ উদ্ধার করে।
শ্রীমঙ্গল মৎস অধিদপ্তরের কর্মকর্তা (এফএ) সন্তোষ দত্ত বলেন, শ্রীমঙ্গলে আজকেই প্রথম সাকার মাছ দেখা গিয়েছে। এই সাকার মাছ রাক্ষুসে মাছ, যা সরকার নিষিদ্ধ। ভবিষ্যতে যেন এই মাছ কেউ চাষ, পরিবহন এবং বিক্রয় করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রীমঙ্গল মৎস অধিদপ্তরের সহকারী সুবীর দাশ বলেন, শাকার মাছ সরকার নিষিদ্ধ মাছ। কে বা কারা এই মাছ এখানে এনে রেখেছে কেউ জানে না। পরবর্তী সময়ে যেন এই মাছ শ্রীমঙ্গলে না আসে আমরা সেই পদক্ষেপ নেওয়া হবে।
সাকার মাছ দেশে নিষিদ্ধ। এই মাছ দেশি প্রজাতির মাছের ডিম ও রেণু খেয়ে মাছের বংশবিস্তারে ক্ষতিকর প্রভাব ফেলে। এ মাছ যেকোনো পরিবেশে বাঁচতে পারে ও দ্রুত বংশবৃদ্ধির কারণে দেশি প্রজাতির মাছের সঙ্গে খাদ্য ও বাসস্থান নিয়ে প্রতিযোগিতা করে। মাছটি খাওয়াও যায় না। এই মাছ জলজ জীববৈচিত্র্য নষ্ট করে। এই কারণে সরকার মাছটি নিষিদ্ধ করেছে। এই মাছ চাষ ও বিক্রি করা অপরাধ।