Thursday, April 3, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

“স্বেচ্ছায় করি রক্তদান, সেই রক্তে বাঁচবে অন্যের প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) শ্রীমঙ্গল শহরতলীর হবিগঞ্জ রোডস্থ শ্রীমঙ্গল হোটেল ইন এন্ড রেস্টুরেন্টে সকাল থেকেই প্রায় দুই শতাধিক মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি আজহারুল ইসলাম অনিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস।

 

ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসক ও দ্যা হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টারের ডাইরেক্টর ডা. নাজেম আল-কোরেশী রাফাত ও ডা. আব্দুল্লাহ আল-মামুন

তাদের এই উদ্যোগকে স্বাগত জানান।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৪ টি পদক্ষেপ গ্রহণ করেছে সংস্থাটি। ফ্রী চক্ষু চিকিৎসা,চোখের ছানি অপারেশন ক্যাম্প, ফ্রী মেডিক্যাল ক্যাম্প, ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী, ফ্রী ডায়াবেটিস চেকআপ ও ফ্রি ব্লাড প্রেশার চেকআপ করা হয় ।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শ্রীমঙ্গল হোটেল ইন এর এম ডি মো: ইয়াকুব আলী, শ্রীমঙ্গল পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র -২ মীর এম এ সালাম, শ্রীমঙ্গল হেলথ লাইন ডায়াগনসাটিক সেন্টার এর ফাউন্ডার এন্ড ডাইরেক্টর ডা. নাজেম আল কোরেশী রাফাত , শ্রীমঙ্গল থানার ওসি অপারেশন সুদীপ্ত ভট্টাচার্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শিক্ষক একরামুল কবির। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিশেষ অতিথিসহ সংস্থার বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় সংগঠনের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments