সিলেট প্রতিনিধি,
সিলেটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র্যালি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এ র্যালি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ দুর্নীতি মুক্তকরণ ফোরামের জেলা শাখার সভাপতি মোকছেদ হোসেন, ফোরামের সাংগঠনিক সম্পাদক আফসারুজ্জামান, ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট অরুন চন্দ্রসহ জেলা শাখার অন্যান্য নেতাকর্মীরা।