সিলেট প্রতিনিধি,
সিলেটের জকিগঞ্জ উপজেলায় নাশকতা মামলায় আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার দুপুর ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে র্যাব-৯। অভিযানে সিলেটের জকিগঞ্জ থানাধীন ৯ নম্বর মানিকপুর ইউপির চক গ্রামের তাম্মি স্টোরের সামনে থেকে নাশকতা মামলার এজাহার নামীয় আসামি মহসিন মরতুজা টিপুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিলেট জেলার জকিগঞ্জ থানায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামি টিপু বর্তমানে র্যাব-৯ ব্যাটালিয়ন সদরে হেফাজতে রয়েছেন বলে জানা যায়।