Sunday, April 6, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জক্কাষল্পনিক ও অসত্য সংবাদের প্রতি*বাদে সামাজিক যোগাযোগ মাধ্যম নি*ন্দা 

ক্কাষল্পনিক ও অসত্য সংবাদের প্রতি*বাদে সামাজিক যোগাযোগ মাধ্যম নি*ন্দা 

 

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ মোঃ রণি আহমদ

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক ও সামাজিক ব্যক্তিত্ব আব্দুল মোমিন কে জড়িয়ে বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা ও কাল্পনিক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রতিবাদের ঝড় তুলেছেন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা। এরা হলেন, সাদিকুন নুর, মনর উদ্দিন, সুমন মিয়া, ডাঃ জামাল আমির উদ্দিন, আব্দুর রশিদ, কামাল মিয়া, ফালু মিয়া, আব্দুর নুর, বাদল মিয়া, জিলু মিয়া, আমিন উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রশিদ, নুর আলম, সাবেক ইউপি সদস্য সাদিকুর রহমান, আব্দুর রশিদ, মহর আলী, আঃ লতিফ, ফরিদ মিয়, আব্দুল সামাদ, সুমন রাজা, বাবুল মিয়, দেলোয়ার হোসেন, আব্দুল হেকিম, আলী হোসেন, আরব আলী, ছিদ্দিকুর রহমান, রবি মিয়া, রুস্তম আলী, রইছ মিয়া আবু হানিফা, মহাজ উদ্দিন, বাবলু আব্দুল্লাহ প্রমুখ।

বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক বলেন, আমার বিরুদ্ধে আমাকে জড়িয়ে একটা পক্ষ বিভিন্ন অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও কাল্পনিক সংবাদ প্রকাশ করায় স্থানীয় জনতা মিথ্যা সংবাদের বিরুদ্ধে একই পন্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিন্দা ও প্রতিবাদের ঝড় তুলেছেন।

আব্দুল মোমিন বলেন, একটা পক্ষ আমাদেরকে সামাজিক ভাবে হেয়প্রতিন্ন করতে মিথ্যা ও কাল্পনিক ঘটনা সাজিয়ে অসত্য সংবাদ পরিবেশন করছে। আমরা এসবের তীব্র নিন্দা জানাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments