আন্তর্জাতিক ডেস্ক,
সিরিয়ায় বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে দেশটিতে ঐক্যের ডাক দিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। গোষ্ঠীটির রাজনৈতিক বিভাগ দ্য অ্যাডমিনস্ট্রেশন অব পলিটিকাল অ্যাফেয়ার্সের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সিরিয়ার মুক্তি তার সকল সন্তানদের জন্য একটি বিজয় যারা এর ভূমি ও জনগণের ঐক্যের জন্য আত্মত্যাগ করেছে। বর্তমান পরিস্থিতিতে আমরা সামাজিক ঐক্যকে শক্তিশালী করতে এবং সিরিয়ার সমাজের জন্য ন্যায়বিচার ও মর্যাদার নীতিগুলোকে নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে এক বিবৃতিতে এইচটিএস জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত বাশার আল-আসাদের নিয়োগ দেওয়া প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালির হাতেই থাকবে সিরিয়ার সরকারের ভার।
বিবৃতিতে এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি বলেন, বিরোধীদের দামেস্কের কোনো প্রতিষ্ঠানের দখল নিতে নিষেধ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না করা পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে এর ভার। উৎসবের সময় গুলি চালানোও নিষিদ্ধ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদেন বলা হয়েছে,রাজধানী দামেস্ক দখলে নিয়েছে এইচটিএস। এর মধ্যেই পালিয়ে গেছেন বাশার আল–আসাদ। এদিকে সিরিয়ার সেনাবাহিনীও জানিয়েছে, বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের অবসান হয়েছে।