Friday, April 4, 2025
Homeরাজনীতিআওয়ামীলীগনবীগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান ও শ্যলক আলমগীর কে মা*মলা দিয়ে...

নবীগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান ও শ্যলক আলমগীর কে মা*মলা দিয়ে হয়*রানি,  বানিয়াচংয়ের নাইন মা*র্ডার মা*ম*লায় ঢুকানোর চেষ্টা 

 

নবীগঞ্জ প্রতিনিধিঃ

নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীর বিরুদ্ধে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৯ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় সন্দেহ জনক আসামী হিসেবে ব্যবসায়ী শ্যালক আলমগীর চৌধুরীসহ অর্ন্তভুক্তির আবেদন নিয়ে তোলপাড় চলছে। বিগত দু’বছর পূর্বে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ প্রাথমিক সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন সাইফুল জাহান চৌধুরী। সম্প্রতি জামায়াতের বহিস্কৃত এক নেতার মামলায় পুলিশ তাকে আটক করলেও ১ দিন পরই তিনি জামিনে মুক্ত হন।

২৮ নভেম্বর উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাজিমুদ্দওলার পিতা কর্তৃক দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় আদালতে হাজির হয়ে দুই সহোদরসহ ১৩ আসামি জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক ৬জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। শ্যলক আলমগীর চৌধুরী আদালত কারাগারে প্রেরন করলে অতিরিক্ত চিন্তায় ২৯ নভেম্বর হার্ডেট্রাক করে সাইফুল জাহান চৌধুরীর শাশুরী ও শ্যলক আলমগীর চৌধুরীর মা মৃত্যু বরন করেন।

 

পরে কারাগার কৃতপজ্ঞের সহযোগীতায় সাইফুল জাহান চৌধুরী ও আলমগীরসহ ৩ জন প্যারুলে মুক্তি পেয়ে জানাযায় অংশগ্রহন করেন।

এসময় ৩০ তারিখ শনিবার আদালত বন্ধ থাকায় ১ ডিসেম্বর রবিবার সাইফুল জাহান সহ ৬ জনকে জামিন নিশ্চিত করে আদালত।

এর মধ্যে ৪ জনকে মুক্তি দেয়া হলেও শ্যালক আলমগীর চৌধুরী ও সাইফুল জাহান চৌধুরীকে হবিগঞ্জের মুস্তাক হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। এরই মধ্যে ৫ ডিসেম্বর বানিয়াচংয়ে ৯ জন হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে তাদের আটকের আবেদন করেন এসআই জাহাঙ্গীর আলম।

 

দায়িত্বশীল ও একাধিক সূত্র জানা যায়, গত ৫ আগষ্ট পটপরিবর্তনের পরও থানা পুলিশকে সহায়তাসহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহন করেন সাইফুল জাহান চৌধুরী। উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। দেশের প্রাচীণতম দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি হিসাবে দায়িত্বে নিয়োজিত আছেন।

 

এছাড়াও নবীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন । এনিয়ে নবীগঞ্জ বাজারের একাধিক ব্যাবসায়ি জানান,দেশের পটপরিবর্তনের ক্রান্তিকালে ব্যাবসায়িদের পাশে থেকে সক্রিয় সহযোগিতা করেন সাইফুল ও ব্যবসায়ী কাজে কর্মরত শ্যলক আলমগীর চৌধুরীও দিন রাত ব্যবসায়ী কাজে ব্যস্ত থাকেন শহরে ৬/৭ টি ডিলার শীপের ব্যবসা নিজে পরিচালনা করেন।হিংসায় পরিমহিত হয়ে গায়েবী মামলা দিয়ে কে বা কারা ফাশানোর চেষ্টা চালাচ্ছে।

 

আওয়ামিলীগ দলীয় সাবেক এমপি শাহনেওয়াজ গাজী মিলাদের সাথে বিরোধের জের হিসেবে গত কয়েক বছর ধরে রাজনৈতিক কর্মকান্ডে তাকে দেখা যায়নি। এনিয়ে স্থানীয় ও বিভিন্ন জাতীয় দৈনিকেও বিস্তর সংবাদ পরিবেশিত হয়েছে। সাইফুল সহোদর ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু বলেন, স্থানীয় একটি অশুভ চক্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে পূর্ব বিরোধের জের হিসেবে প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। তিনি সুবিচার প্রত্যাশার পাশাপাশি সংশ্লিষ্ট দুষ্কৃতকারীদের মুখোশ উন্মোচনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

 

প্রেরক

 

 

শাহরিয়ার আহমেদ শাওন

নবীগঞ্জ প্রতিনিধি

মোবাইল :০১৭৮১৯৯২১২১

তারিখ ০৮।১২।২৪

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments