Saturday, April 5, 2025
Homeসিলেট বিভাগসিলেটসিলেট সী*মা*ন্তে বিজিবির পৃথক অভি*যানে কোটি টাকার চো*রাই প*ণ্য ও মা*দ*কসহ আ...

সিলেট সী*মা*ন্তে বিজিবির পৃথক অভি*যানে কোটি টাকার চো*রাই প*ণ্য ও মা*দ*কসহ আ ট ক ২

 

 

গোয়াইনঘাট প্রতিনিধি মতিউর রহমান (দুলাল):

 

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ ও ভারতীয় মাদকসহ দু’জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

রোববার (৮ ডিসেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, দমদমিয়া, কালাইরাগ, শ্রীপুর, উৎমা, কালাসাদেক, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি ও ডিবিরহাওর বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, শুটকি, স্কিন সাইন ক্রিম, নিভিয়া সফট ক্রিম, কমলা, গরু, ফেন্সিডিল বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ৯৭ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা।

 

এছাড়াও রোববার (৮ ডিসেম্বর) ভোর রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬৪/৬-এস হতে আনুমানিক ৫শত গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদেশ্বর এলাকা থেকে তাদের আটক করে।

 

আটককৃতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে মো. আবুল হোসেন ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিলপার গ্রামের মো. মনির মিয়ার ছেলে মো. মনছুর চৌধুরী।

 

রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং

 

মাদকসহ আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানাযায়, তারা সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালানের সাথে জড়িত। আটককৃত ব্যক্তিদ্বয়কে বিয়ার এবং মোটরসাইকেলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের পূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments